গ্রন্থাগারের নিয়মাবলী : গ্রন্থাগারে নিরবতা পালন ও পাঠ মনযোগী হওয়া বাঞ্ছনীয়। বই গ্রহণের সময় গ্রন্থাগারের নিয়মাবলী মেনে চলতে হবে । বইয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে সাথে সাথেই লাইব্রেরিয়ানকে তৎক্ষণাৎ অবহিত করতে হবে। অন্যথায় ক্ষতিগ্রন্থ বইয়ের দায়-দায়িত্ব ছাত্র-ছাত্রীকেই বহন করতে হবে। বই পড়ার জন্য গৃহীত বই গ্রন্থাগারের বাহিরে নেয়া যাবে না।