ভর্তির নিয়মাবলীঃ
__________________________
১। ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ প্রতিষ্ঠান ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি অনুসরণ করে থাকে।
২। ভর্তির অনুমতি প্রাপ্তির নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে হবে।
৩। একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রীপ্ট ও প্রসংশাপত্র জমা দিতে হবে।
৪। মূল একাডেমিক ট্রান্সক্রীপ্ট, প্রসংশাপত্র ও রেজিঃ কার্ডের ১টি করে ফটোকপি জমা দিতে হবে।
৫। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি জমা দিতে হবে।
৬। বিএসএস শাখায় ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি অনুসরণ করে থাকে।
H.S.C
শাখা | আসন সংখ্যা | জিপিএ | ||
মানবিক | 290 | 2.50 | ||
বিজ্ঞান | 70 | 3.00 | ||
ব্যবসায়শিক্ষা | 100 | 3.00 | ||
মোট | 460 |
Degree
বি এস,এস শাখা | আসন সংখ্যা- 100 | |||