Principal message

অধ্যক্ষের কথা

ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাওরাইদ-গয়েশপুর ডিগ্রি কলেজ অত্র এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক ও শুভানুধ্যায়ীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় উচ্চ শিক্ষা বিস্তারের মহান অঙ্গীকার নিয়ে ১৫ জুন ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে বর্তমান কলেজটি প্রাজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ এবং শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে আদর্শ ও অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে মর্যাদা লাভে সক্ষম হয়েছে। এইচএসসি পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং স্নাতক (পাস) পর্যায়ে বিএসএস শাখা বিদ্যমান রয়েছে। আমি দৃঢ় চিত্তে বলতে পারি উক্ত কলেজটি অনন্য বৈশিষ্ট্য উজ্জ্বল একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের যাবতীয় কার্যক্রম গর্ভনিং বডির সরাসরি তত্ত্বাবধানে সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া রয়েছে শিক্ষা সহায়ক সকল উপাদান। বিজ্ঞান শাখায় রয়েছে উন্নত ল্যাবরেটরি, পর্যাপ্ত পুস্তক সমৃদ্ধ লাইব্রেরী, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। সব মিলিয়ে কলেজটি ক্রমশ এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এ অগ্রযাত্রা হবে বাধাহীন সুদূর প্রসারী। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন তাদের সবার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। কলেজটির উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতির জন্য চাই সমন্বিত প্রয়াস। এ জন্য প্রয়োজন শিক্ষক-শিক্ষার্থ, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে আমি দৃঢ় বিশ্বাস পোষণ করি।

পরিশেষে দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী কাওরাইদ-গয়েশপুর ডিগ্রি কলেজের পবিত্র অঙ্গন নবাগত শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠুক, জ্ঞানের প্রদীপ্ত শিখায় আলোকিত হোক তাদের জীবন সৃষ্টিকর্তার কাছে এই আমাদের প্র্যাতাশ্যা ।

মোঃ আব্দুস সালাম

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)