College Rules

কলেজের নিয়মাবলী

_______________________

ইউনিফর্ম : ছেলেদের জন্য সাদা শার্ট ও কালো প্যান্ট। মেয়েদের জন্য সাদা সেলোয়ার-কামিজ, সাদা বেল্ট, লাল ওড়না/সাদা এপ্রোন।

ক্লাসের উপস্থিতি :কমপক্ষে ৮০% থাকতে হবে ।

অভ্যন্তরীণ পরীক্ষা :কলেজের নিয়মিত টিউটোরিয়াল, সেমিস্টার, বর্ষ সমাপনী, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

একাদশ শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বর্ষ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বাদশ শ্রেণিতে প্রথম সেমিস্টার, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্নাতক (পাস) টিউটোরিয়াল, অভ্যন্তরীণ ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অভ্যন্তরীণ পরীক্ষার সম্ভাব্য সময়সূচী:

প্রথম সেমিস্টার : সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহ। দ্বিতীয় সেমিস্টার : ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে। বর্ষ সমাপনী : এপ্রিল মাসের ২য় সপ্তাহে। দ্বাদশ ১ম সেমিস্টার : জুলাই মাসের ২য় সপ্তাহে। প্রাক-নির্বাচনী : সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহে। নির্বাচনী : নভেম্বর মাসের ৩য় সপ্তাহে। স্নাতক : কলেজের অভ্যন্তরীণ সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সহ-শিক্ষা কার্যক্রম: ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে খেলাধুলা, বিতর্ক অনুষ্ঠান, আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরআয়োজন করা হয় ।

জাতীয় দিবস : যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবসগুলো পালন করা হয়।

গাইড টিচার : প্রত্যেক শ্রেণির নির্ধারিত সংখ্যক ছাত্র-ছাত্রী অনুযায়ী গাইড টিচারের তত্ত্বাবধানে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শৃঙ্খলা, সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, প্রগ্রেস রিপোর্ট, মূল্যায়ন, বেতনাদি পরিশোধসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।

গ্রন্থাগারের নিয়মাবলী : গ্রন্থাগারে নিরবতা পালন ও পাঠ মনযোগী হওয়া বাঞ্ছনীয়। বই গ্রহণের সময় গ্রন্থাগারের নিয়মাবলী মেনে চলতে হবে । বইয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে সাথে সাথেই লাইব্রেরিয়ানকে তৎক্ষণাৎ অবহিত করতে হবে। অন্যথায় ক্ষতিগ্রন্থ বইয়ের দায়-দায়িত্ব ছাত্র-ছাত্রীকেই বহন করতে হবে। বই পড়ার জন্য গৃহীত বই গ্রন্থাগারের বাহিরে নেয়া যাবে না।